সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোহালা নদীতে নৌকা থেকে দুধ ব্যবসায়ী আবু সাঈদ প্রামানিকের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার বলতোল গ্রামের মৃত ইমান আলীর ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত সাঈদ দীর্ঘদিন ধরে খামারী দুধের ব্যবসা করে আসছিল। শুক্রবার সকালে সে ওই ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়। ওইদিন রাতে বাড়ির উত্তর পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এবং রাতেই তাকে চিকিৎসার জন্য নৌকাযোগে সুজা গ্রামের এক পল্লী চিকিৎসকের বাড়িতে নিয়ে যায়। ওই পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার ভোর রাতে ওই নদীতে নৌকাতেই তার লাশ রেখে দেয়। পুলিশ দুপুরে ওই নৌকা থেকে তার লাশ উদ্ধার করে এবং বিকেলে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।